ডেনমার্কের প্রধানমন্ত্রীর দাবি, নেতানিয়াহু শান্তির পথে বাধা

Published : ১৭:৪৫, ১৬ আগস্ট ২০২৫
ইসরায়েল-গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় রাজনীতিতে নতুন বিতর্ক দেখা দিয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন শনিবার ডেনিশ দৈনিক জিল্যান্ডস-পোস্টেন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে ‘‘নিজেই একটি সমস্যা’’ হয়ে উঠেছেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভাপতি দেশ হিসেবে ডেনমার্ক গাজায় চলমান সংঘাত থামাতে ইসরায়েলের ওপর বাড়তি চাপ প্রয়োগ করবে।
ডেনমার্কের মধ্য-ডানপন্থী এই নেতা গাজার মানবিক পরিস্থিতিকে ‘‘ভয়াবহ ও ধ্বংসাত্মক’’ হিসেবে আখ্যা দেন। পাশাপাশি পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের প্রকল্পের কঠোর সমালোচনা করেন। ফ্রেডেরিকসেন বলেন, ‘‘আমরা এমন একটি দেশ, যারা ইসরায়েলের ওপর চাপ বাড়াতে চাই। তবে এই বিষয়ে এখনো ইইউ সদস্য দেশগুলোর পূর্ণ সমর্থন পাইনি।’’
তিনি ইঙ্গিত দেন যে ইসরায়েলের বসতিস্থাপনকারী, মন্ত্রী বা এমনকি গোটা রাষ্ট্রের ওপরও রাজনৈতিক চাপ প্রয়োগের বিষয়টি বিবেচনা করা হতে পারে। এ ছাড়া বাণিজ্য, গবেষণা বা অর্থনৈতিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ‘‘রাশিয়ার ক্ষেত্রে যেমন আমরা কার্যকর নিষেধাজ্ঞা দিয়েছি, ইসরায়েলের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে এমন পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত,’’ যোগ করেন ফ্রেডেরিকসেন। তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ডেনমার্ক।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়, যাতে ১ হাজার ২১৯ জন নিহত হন। এর জবাবে ইসরায়েল ব্যাপক সামরিক অভিযান শুরু করে গাজায়। আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৬১ হাজার ৪৩০ জন ফিলিস্তিনি এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। গাজার মানবিক বিপর্যয় এবং ক্রমবর্ধমান প্রাণহানিকে কেন্দ্র করে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠছে আন্তর্জাতিক অঙ্গনে।
BD/AN