ফেনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২ ছাত্রদল নেতা

Published : ১৪:৩৩, ১৬ আগস্ট ২০২৫
ফেনীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৩২) এবং ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন (৩০)।
যৌথবাহিনী সূত্র জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, বিষয়টি এখনও অবগত নয়। এটি কোনো ষড়যন্ত্র কিনা তা খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে ছাত্রদলের কোনো নেতার অনৈতিক কর্মকাণ্ড প্রমাণিত হলে সাংগঠনিক বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান জানিয়েছেন, দুইজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। তিনি বলেন, যৌথবাহিনী ও পুলিশ অভিযান অব্যাহত রাখছে যাতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করা যায়।
এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহল সতর্ক অবস্থান নিয়েছে। এলাকাবাসী বলছে, এমন ধরনের অভিযান স্থানীয় জনগণকে নিরাপদ রাখার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
BD/AN