জনগণের আহ্বানেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ইউনূস-সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস

জনগণের আহ্বানেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ইউনূস-সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৫, ১৬ আগস্ট ২০২৫

অস্থায়ী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তিনি ব্যক্তিগত ইচ্ছা বা উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং জনগণের আহ্বান ও প্রত্যাশার কারণে এই পদে বসেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের রাজনৈতিক সংকট এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার চাহিদা তাকে এ দায়িত্ব নিতে উদ্বুদ্ধ করেছে। তার ভাষায়, জনগণই তাকে এই স্থানে দেখতে চেয়েছে, আর সেই কারণেই তিনি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন।
ইউনূস স্পষ্ট করে দেন যে, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে সাময়িক দায়িত্ব পালন করা এবং নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। তিনি এটিকে প্রবেশদ্বার হিসেবে বর্ণনা করেন, যার লক্ষ্য হলো সুশাসন প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং প্রশাসনকে দুর্নীতি ও অদক্ষতা থেকে মুক্ত করা। একই সঙ্গে তিনি সতর্ক করেন যে এই সরকার কোনোভাবেই স্থায়ী রাজনৈতিক শক্তি হয়ে উঠতে চায় না।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তাদের শক্তি, উদ্যম ও নতুন ভাবনার মাধ্যমেই একটি আধুনিক ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য রাজনৈতিক অহমিকা এবং ক্ষমতার লড়াই পরিহার করে সবাইকে দায়িত্বশীলভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূসের এই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলের অনেকেই তার অবস্থানকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং সংকটকালে নেতৃত্ব প্রদানের জন্য এটিকে একটি সেবামূলক পদক্ষেপ হিসেবে দেখছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement