স্বাস্থ্যখাত সংস্কার দাবিতে শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

Published : ১৮:৫৬, ১৬ আগস্ট ২০২৫
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সম্প্রতি সশস্ত্র হামলার পর তারা নতুন এক দেশেরব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূরীকরণ এবং স্বাস্থ্যখাতে সংস্কার নিশ্চিত করার জন্য চাপ সৃষ্টি করতে যাচ্ছে।
হামলার ঘটনা ঘটে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে শিক্ষার্থীরা জনস্বাস্থ্য ব্যবস্থার অবনতি, চিকিৎসা সরঞ্জামের অভাব ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ অনশন ও কর্মসূচি পালন করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের কিছু কর্মী,নাসিক ও অন্যান্য স্টাফ,শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালান এবং তাদের হাসপাতালে প্রবেশ থেকে বাধা দেন। এই ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে বিরাট ক্ষোভ সৃষ্টি হয়।
প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা একটি বিস্তারিত কর্মসূচি প্রকাশ করেছে। এতে তারা দেশে সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূরীকরণ, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, প্রশাসনিক স্বচ্ছতা এবং স্বতন্ত্র তদারকি কমিটি গঠনের দাবিসহ স্বাস্থ্যখাতের সংস্কারের সুস্পষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে।
শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে বরিশাল এসে হাসপাতালের সমস্যা সরাসরি পরিদর্শন এবং জনসমক্ষে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছে। দাবি না মানা হলে আন্দোলনটি দেশের সব অঞ্চলে সম্প্রসারিত করারও ঘোষণা দিয়েছেন তারা।
এই নতুন কর্মসূচি শিক্ষার্থীদের দৃঢ়তার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। তারা ইতিমধ্যেই সড়ক অবরোধ, অনশন, এবং নিয়মিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রার্থনা ও দাবিগুলো তুলে ধরছে। আন্দোলনকারীরা বলছেন, স্বাস্থ্যখাতে প্রকৃত সংস্কার ছাড়া আন্দোলন থামবে না।
BD/AN
বিষয়ঃ
- স্বাস্থ্য
- সর্বশেষ খবর
- সর্বশেষ আপডেট
- সংবাদ আপডেট
- সংবাদ
- শিরোনাম সংবাদ
- আজকের শীর্ষ খবর
- আজকের প্রধান সংবাদ
- আজকের পত্রিকা
- আজকের খবর
- viral news
- update news today
- update news bangla
- trending news
- today news bangla
- today news
- the business daily
- online news portal
- News Update
- latest news bangla
- latest news
- business daily
- bangla breaking news