মারা গেলেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ছাত্রলীগ নেতা

Published : ২১:১৯, ১৬ আগস্ট ২০২৫
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম হোসেন (৩৪) দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ নিজ বাড়ি সিংগাইরের বলধারা ইউনিয়নের বড়কালিয়াকৈর গ্রামে আনা হয়। সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি ওই এলাকার চানবর আলীর ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর নাঈম আত্মগোপনে ছিলেন। ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনায় তিনি গত ২৯ জুলাই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়েন। ১০ আগস্ট ভোর ৬টায় মোজাম্বিক সীমান্ত পেরিয়ে জোহানেসবার্গের পথে মাইক্রোবাসে যাত্রাকালে সড়ক দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে পরিবার জানায়।
নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে আনার জন্য প্রবাসী বাংলাদেশিদের সহায়তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। দলীয় নেতা–কর্মী ও স্বজনরা জানাজায় অংশ নিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক সহকর্মীরা জানান, নাঈম দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা রাখতেন। তারা ঘটনার যথাযথ তদন্ত ও দুর্ঘটনার কারণ শনাক্তের দাবি জানান। পরিবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র ও তদন্ত-সহায়তার আবেদন করার প্রস্তুতি নিচ্ছে।
সড়কপথে সীমান্ত অতিক্রম ও দীর্ঘ ভ্রমণের ঝুঁকি সম্পর্কে প্রবাসী ও বিদেশমুখী যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয়রা। নাঈম হোসেনের অকাল মৃত্যুতে বলধারা ইউনিয়ন ও আশপাশের এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
BD/AN
বিষয়ঃ
- সর্বশেষ খবর
- সর্বশেষ আপডেট
- সংবাদ আপডেট
- সংবাদ
- শিরোনাম সংবাদ
- আজকের শীর্ষ খবর
- আজকের প্রধান সংবাদ
- আজকের পত্রিকা
- আজকের খবর
- viral news
- update news today
- update news bangla
- trending news
- today news bangla
- today news
- online news portal
- News Update
- latest news bangla
- latest news
- bangla breaking news
- ajker songbad
- ajker potrika
- ajker khobor