সিলেটে বাসাবাড়ি থেকে ২ লাখ ঘনফুট চোরাই পাথর উদ্ধার

সিলেটে বাসাবাড়ি থেকে ২ লাখ ঘনফুট চোরাই পাথর উদ্ধার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১৫, ১৬ আগস্ট ২০২৫

সিলেট সদর উপজেলার সাদাপাথর এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে শনিবার সকাল থেকে অবৈধভাবে লুট হওয়া পাথর উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে চলা এই অভিযানে স্থানীয় বাসাবাড়ি ও ক্রাশার মিল থেকে পাথর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাথরের পরিমাণ প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন এলাকা থেকে রাতের অন্ধকারে ট্রাক ও নৌকায় পাথর পাচার করা হচ্ছিল। অভিযানের সময় প্রশাসন সাদাপাথরের বিভিন্ন স্থানে মাটি চাপা বা লুকানো অবস্থায় রাখা পাথর সংগ্রহ করে। স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ বলেন, পাথরের অবৈধ লুটপাট চলতে থাকলে সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তিনি প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে জড়িতদেরও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত জানান, অভিযান চলাকালে প্রায় ২০-২৫টি বাড়ি থেকে উল্লেখযোগ্য পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন ক্রাশার মিল থেকেও বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, শুধু পাথর উদ্ধারই নয়, যারা এই লুটপাটে জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে লুট হওয়া প্রাকৃতিক সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় প্রশাসন বলেছে, স্থানীয় জনগণের সহযোগিতা ও নজরদারি বৃদ্ধির মাধ্যমে অবৈধ কার্যক্রম রুখে দেওয়া সম্ভব হবে এবং ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement