যৌথ বাহিনীর তল্লাশিতে সিলেটে বিপুল পরিমাণ অবৈধ পাথর উদ্ধার

যৌথ বাহিনীর তল্লাশিতে সিলেটে বিপুল পরিমাণ অবৈধ পাথর উদ্ধার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০১, ১৬ আগস্ট ২০২৫

সিলেটের ধুপাগুল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় আড়াই লাখ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত পাথর উদ্ধার করা হয়েছে। এই অভিযানটি জেলা প্রশাসনের নির্দেশনায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত হয়।

অভিযানে ধুপাগুল এলাকার বিভিন্ন বাড়ি ও পাথর কল থেকে লুকিয়ে রাখা পাথরগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাথরগুলো সাদা পাথর ও জাফলং এলাকার নদীতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।জেলা প্রশাসন জানিয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে পাথর উত্তোলন, মজুত বা পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, উদ্ধারকৃত পাথরগুলো পরিবেশগত ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট নদ-নদীতে পুনরায় স্থাপন করা হবে।উল্লেখ্য, সিলেটের সাদা পাথর এলাকা থেকে বিপুল পরিমাণ পাথর লুটের ঘটনায় পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

এই অভিযান পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং ভবিষ্যতে এমন অবৈধ কার্যক্রম প্রতিরোধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement