গানপাউডার কারখানায় বিস্ফোরণে রাশিয়ায় ১১ জন নিহত

গানপাউডার কারখানায় বিস্ফোরণে রাশিয়ায় ১১ জন নিহত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৯, ১৬ আগস্ট ২০২৫

রাশিয়ার রাজধানী মস্কোর বাইরের রিয়াজান অঞ্চলে অবস্থিত একটি গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের এ ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং আরও প্রায় ১৩০ জন আহত হয়েছেন বলে দেশটির জরুরি সেবা বিভাগ নিশ্চিত করেছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একটি অংশ ধসে পড়ে এবং আশপাশের এলাকাজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তারা ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে টানা কাজ চালিয়ে যাচ্ছেন। এ সময় মন্ত্রণালয় ঘটনাস্থলের কিছু ছবি প্রকাশ করে, যেখানে ধ্বংস হয়ে যাওয়া ভবন ও আগুনে পুড়ে যাওয়া অংশগুলো দেখা যায়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণটি মূলত গানপাউডার ও গোলাবারুদ উৎপাদনকারী একটি কারখানায় ঘটে। এর আগে ২০২১ সালেও একই কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছিলেন। ফলে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং রক্ষণাবেক্ষণে অবহেলা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ঘটনার পর রিয়াজান অঞ্চলের গভর্নর পাওয়েল মালকভ একদিনের শোক ঘোষণা করেন। তিনি টেলিগ্রামে বলেন, ‘‘হতাহতদের প্রতি শোক প্রকাশের অংশ হিসেবে পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।’’

বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ায় প্রায়ই এই ধরনের সামরিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রধান কারণ হিসেবে তারা অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থা, পুরোনো যন্ত্রপাতি এবং উৎপাদন প্রক্রিয়ায় ত্রুটিকে দায়ী করেন। দেশটির কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

এই ভয়াবহ বিস্ফোরণ আবারও শিল্প নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement