ট্রাম্পের মাধ্যমে পুতিনকে চিঠি লিখলেন মেলানিয়া

Published : ১৪:০৩, ১৬ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ট্রাম্প-পুতিন বৈঠকের সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগত চিঠি দিয়েছেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, চিঠিতে তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সমস্যায় পড়া শিশুদের দুর্দশার বিষয়টি তুলে ধরেছেন এবং পুতিনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ইউক্রেনের শিশুদের অপহরণ করেছে। তিন বছরে অপহৃত শিশুর সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়েছে। পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই তাদের রাখা হয়েছে। ইউক্রেন এটিকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। মস্কো জানিয়েছে, শিশুদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। জাতিসংঘও রাশিয়ার এই আচরণের প্রতিবাদ জানিয়েছে।
চিঠিতে মূলত এই শিশুরা যাতে নিরাপদে থাকে এবং তাদের মানবাধিকার রক্ষিত হয়, সেই বিষয়টি ব্যক্তিগতভাবে তুলে ধরতে চেয়েছেন মেলানিয়া ট্রাম্প। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তিনি জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পুতিনের আলোচনা এখন প্রধান বিষয় এবং শিগগিরই সম্ভাব্য বৈঠক হতে পারে, যেখানে ট্রাম্পও অংশগ্রহণ করতে পারেন। এই উদ্যোগের মাধ্যমে ফার্স্ট লেডি শিশুদের সুরক্ষা বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বারোপ করেছেন।
BD/AN