রাজবাড়ীর বসন্তপুরে কৃষি মাঠে জলবদ্ধতা, কৃষকদের দুশ্চিন্তা

Published : ১১:৪৩, ১৮ আগস্ট ২০২৫
রাজবাড়ীর বসন্তপুরে কালভাটের মুখ বন্ধ রাখায় কৃষি মাঠে জলবদ্ধতা সৃষ্টি, কৃষকের ফলন ফলানো ব্যাহত। বসন্তপুর ইউনিয়নের ঠাকুর বিল এলাকায় অল্প বৃষ্টিতেই ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জলবদ্ধতা নিষ্কাশনের দাবিতে বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর, ভবানীপুর মহারাজপুর, ধলদি লক্ষীপুর, খালিসা, সোনাপুর ও উদয়পুর গ্রামের স্থায়ী বাসিন্দারা রাজবাড়ী জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন।
স্থানীয় বাসিন্দারা আবেদন পত্র উল্লেখ করেন, আমাদের উল্লেখিত গ্রামের সবচেয়ে বড় ফসলের মাঠ ঠাকুর বিল।আমরা কৃষকগণ উক্ত মাঠে সারা বছর জমি চাষ করে ফসল ফলাই। বৃষ্টির দিন উফ তো মাঠে পানি বের হওয়ার জন্য একটি সরকারি নালা ছিল। কিন্তু কিছু কিছু স্বার্থন্বেষী ব্যক্তি উক্ত নালাটি দখল করে মাটি ভরাট করেছেন। এখন উক্ত নালা দিয়ে জমে বৃষ্টির পানি বের হয় না। ফলে বিশাল এলাকা জুড়ে জলবদ্ধতা তৈরি হয়েছে। বর্তমান সময়ে উক্ত চাষাবাদ করা ৫/৬ শত একর কৃষকের দুই তিন হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দখল করা ব্যক্তিদের বারবার বলা সত্ত্বেও তারা কোন পদক্ষেপ নেয়নি। এমনকি অসহায় কৃষকদের নানা রকম হুমকি প্রদান করে। আমরা কোন উপায়ে না পেয়ে আপনার শরণাপন্ন হইলাম। এমন অবস্থায় উক্ত নালাটি খনন করে বিলের পানি নিষ্কাশনের একান্ত প্রয়োজন। নালার জায়গা দখলমুক্ত করে নালাটি পূর্ণ খননের দাবিতে প্রায় অর্ধশত কৃষক গণস্বাক্ষর করেছেন।
বিষয়টি সত্যতা যাচাই করতে রাজবাড়ী সদর উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরজমিন পরিদর্শন করেছেন এ সময় তিনি জানান, এই এলাকার কৃষকেরা যে অভিযোগ করেছে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই এলাকার বেশ কিছু ব্যক্তিরা নালার জায়গা ভরাট করে বাড়ি থেকে চলাচলের পথ বের করেছে। এবং নালার পানি বের হবার কালভার্ট বন্ধ করে দিয়েছে। ফলে ঠাকুর বিলের পানি আর বের হচ্ছে না। এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে কৃষক ফসল উৎপাদন করতে পারছে না। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবং পুনরায় নালা খনন করার জন্য উদ্যোগ গ্রহণ কর্তৃপক্ষ করবে বলে আমি আশা করি।
BD/AN
বিষয়ঃ
- সর্বশেষ খবর
- সর্বশেষ আপডেট
- সংবাদ আপডেট
- সংবাদ
- শিরোনাম সংবাদ
- আজকের শীর্ষ খবর
- আজকের প্রধান সংবাদ
- আজকের পত্রিকা
- আজকের খবর
- viral news
- update news today
- update news bangla
- trending news
- today news bangla
- today news
- the business daily
- songbad
- online news portal
- News Update
- latest news bangla
- latest news
- business daily
- bangla breaking news
- ajker songbad
- ajker potrika
- ajker khobor