আন্দোলনের কৃতিত্ব নিয়ে দ্বন্দ্বে পড়লে অন্ধকার ভবিষ্যৎ: আমীর খসরু

আন্দোলনের কৃতিত্ব নিয়ে দ্বন্দ্বে পড়লে অন্ধকার ভবিষ্যৎ: আমীর খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২২, ৪ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বের ইতিহাসে দেখা গেছে   যেসব দেশে বিপ্লব বা আন্দোলনের পর দ্রুত নির্বাচন হয়নি, বরং দাবিদাওয়ার মধ্যে সময় কাটিয়েছে, সেসব দেশ পরবর্তীতে গৃহযুদ্ধের মুখে পড়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের এক হোটেলে ‘পোস্ট জুলাই পলিটিক্যাল থটস : হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি সবাইকে সতর্ক করে বলেন, যদি আন্দোলনের কৃতিত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়, তবে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে। আর যারা এই পরিবর্তনের ধারাকে ধারণ করতে ব্যর্থ হবে, তাদের রাজনৈতিক দল কিংবা ব্যক্তিগতভাবে ভবিষ্যৎ শুভ হবে না।

আমীর খসরু অভিযোগ করেন, একটি দল মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে নিজেদের স্বার্থ হাসিল করেছে, এখন আরেকটি দল নতুনভাবে সুযোগ নিতে চায়।

তিনি বলেন, “বিশ্বের যেসব রাষ্ট্র গণআন্দোলন বা বিপ্লবের পরপরই নির্বাচন আয়োজন করে গণতন্ত্রে ফিরে গেছে, তারা টিকে থাকতে পেরেছে। আর যেখানে দাবিদাওয়ার লড়াই অব্যাহত থেকেছে, সেখানে গৃহযুদ্ধ হয়েছে, সমাজ-অর্থনীতি ভেঙে পড়েছে।”

বাংলাদেশের অনেক আগেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া উচিত ছিল উল্লেখ করে তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার না করায় দেশ ক্রমেই নিচের দিকে যাচ্ছে। সরকার ও জনগণের মধ্যে কোনো সম্পর্ক নেই। এর ফলে পুলিশ, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এমনকি ব্যবসা-বাণিজ্যও সঠিকভাবে চলতে পারছে না।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement