হাতির পিঠে রাজকীয় বিদায় পেলেন প্রধান শিক্ষক খেলাল-ই রব্বানী

হাতির পিঠে রাজকীয় বিদায় পেলেন প্রধান শিক্ষক খেলাল-ই রব্বানী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৫, ৭ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর ধামইরহাটে চাকরি জীবনের শেষ দিনে এক প্রধান শিক্ষককে বিদায় জানাতে সাবেক শিক্ষার্থীরা আয়োজন করলেন ব্যতিক্রমী অনুষ্ঠান। রাজকীয় সাজে সুসজ্জিত একটি হাতির পিঠে চড়ে বাড়ি ফেরেন শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী। এ সময় বিদায় র‌্যালিতে অংশ নেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ এলাকাবাসী।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী বিভাগের অন্যতম সেরা এবং নওগাঁ জেলায় বহুবার প্রথম স্থান অর্জনকারী ধামইরহাটের ঐতিহ্যবাহী চকময়রাম মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল-ই রব্বানীকে এভাবেই অবসরে বিদায় জানানো হয়। বিদায়ী শিক্ষক ধামইরহাট পূর্ব বাজারে নিজ বাড়িতে বসবাস করেন। স্কুল থেকে বাড়ি পর্যন্ত রাস্তার দুই পাশে তার বিদায়বেলায় জনতার ভিড় সৃষ্টি হয়। এর আগে সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে প্রধান শিক্ষক খেলাল-ই রব্বানী বলেন, “আমাদের বিদ্যালয়ের সুনাম শুধু জেলায় নয়, সারাদেশেই রয়েছে। আমি অবসরে যাচ্ছি, তবে পরবর্তীতে যারা দায়িত্বে থাকবেন তারা যেন প্রতিষ্ঠানটির মর্যাদা ধরে রাখেন।”

সাবেক শিক্ষার্থী ও ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজের প্রদর্শক হারুন আল রশীদ জানান, ১৯৮৭ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন খেলাল-ই রব্বানী। পরবর্তীতে ২০০১ সালে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর তার কর্মজীবনের শেষ দিন ছিল। তার অবসর জীবন শান্তিপূর্ণ ও সুস্থতাময় হোক  এ কামনা করেন তিনি।

সাবেক শিক্ষার্থী মুমিনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, অ্যাকাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সম্পাদক আলমগীর কবির, দাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ আবদুল গণি মণ্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমানসহ আরও অনেকে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement