পাতিলে রাখা ছিল পিস্তল, উদ্ধার করল যৌথবাহিনী

Published : ২০:৪৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুরের বোয়ালমারীতে বসতঘর থেকে একটি পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শিবপুর এলাকার বাবুল কাজীর বাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি দল ও থানা পুলিশ অভিযান পরিচালনা করেন বোয়ালমারী পৌরসভার দক্ষিণ শিবপুর গ্রামের বাবুল কাজীর বাড়িতে।
এ সময় দুইতলা ভবনের নিচতলার সিড়ির সামনের সানসাইটের উপর থেকে পিস্তলটি উদ্ধার করে যৌথ বাহিনী। পিস্তলের সাথে একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়। পিস্তলটি একটি সিলভারের পাতিলের মধ্যে রাখা ছিল বলে জানা যায়।
এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলা করবে। তবে পিস্তল উদ্ধারের সময় কাউকে আটক করতে পারেনি অভিযানকারী দল। এ ব্যাপারে বোয়ালমারী থানায় পুলিশ বাদি হয়ে মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এটি একটি অর্জিনাল পিস্তল। এ বিষয়ে মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে, পিস্তলটি কোথা থেকে, কিভাবে এখানে এসেছে বা কারা এনেছে।
সেনা ক্যাম্প সূত্র মতে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক কারবারী ও দুস্কৃতিকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যহত রয়েছে।
BD/AN