লক্ষ্মীপুরে ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, ১৫টিতে ভেন্ডিং মেশিন বিতরণ

Published : ২১:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৭০টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী এবং ১৫টি প্রতিষ্ঠানে স্যানিটরি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় সদর উপজেলার ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং ১৫টি প্রতিষ্ঠানে স্যানিটরি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়। একই সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১,৫০০ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেসও বিতরণ করা হয়।
BD/AN