“স্বাস্থ্য উপদেষ্টার উচিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানো” — রাশেদ খান

Published : ১৯:৫১, ১৬ সেপ্টেম্বর ২০২৫
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তাঁর মতে, গুরুতর অসুস্থ অবস্থায় দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না, ফলে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন তিনি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খান। পোস্টে তিনি নূরজাহান বেগমের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর ব্যক্তিগত দুর্বলতাকে দোষারোপ না করার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, “স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। এটিই স্বাভাবিক, কারণ তিনি আগেও দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখতে পারেননি, এখনো রাখছেন না। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় আস্থা রাখার মতো অবস্থাই বা কোথায়? সবাই তো জাফরুল্লাহ চৌধুরীর মতো নন। নূরজাহান বেগম ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং এখনো নিয়মিত চিকিৎসা নিতে হয় তাঁকে। সম্ভবত যেখান থেকে পূর্বে চিকিৎসা নিয়েছেন, সেখানেই ফলোআপের জন্য গেছেন।”
তবে এ বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে দোষারোপ না করার পক্ষে মত দিয়েছেন তিনি। রাশেদ খানের ভাষায়, “শারীরিকভাবে অসুস্থ একজন মানুষের কাছ থেকে চিকিৎসাব্যবস্থার আমূল সংস্কার প্রত্যাশা করা অবাস্তব। তিনি নিজে চিকিৎসক নন, এ বিষয়ে বিশেষজ্ঞও নন। বরং তাঁকে অসুস্থ অবস্থায় উপদেষ্টার দায়িত্ব দিয়ে আরো চাপের মধ্যে ফেলা হয়েছে। এতে রাষ্ট্রের বাড়তি ব্যয়ও হচ্ছে। প্রকৃত দোষ তাঁদের, যারা তাঁকে এই পদে বসিয়েছেন।”
তিনি আরও বলেন, “উপদেষ্টা নূরজাহান বেগমের একমাত্র ভুল হলো অসুস্থ অবস্থায় দায়িত্ব গ্রহণ করা, যার ফলে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। তাঁর উচিত এই দায়িত্ব থেকে সরে গিয়ে বাকিটা জীবন নিশ্চিন্তে কাটানো। দায়িত্বে থেকে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন। আমি তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।”
BD/AN