রাবিতে রাকসু নির্বাচন: ৯টি ভবনের ১৭ কেন্দ্রে ভোটগ্রহণ

রাবিতে রাকসু নির্বাচন: ৯টি ভবনের ১৭ কেন্দ্রে ভোটগ্রহণ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবে হাজারো শিক্ষার্থী।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর। দিনব্যাপী ভোট শেষে ব্যালট বাক্সগুলো নিরাপদে নিয়ে যাওয়া হবে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, যেখানে সরাসরি উপস্থিত থেকে ভোট গণনার কাজ সম্পন্ন করবেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। গণনার প্রতিটি ধাপ সরাসরি সম্প্রচার করা হবে, যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভোটের স্বচ্ছতা নিয়ে আস্থাশীল থাকতে পারেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ভোটগ্রহণের জন্য মোট ৯টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে মমতাজউদ্দিন ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবন, জামাল নজরুল ভবন, ইসমাইল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর ভবন, জাবির ইবনে হাইয়ান ভবন, সত্যেন্দ্রনাথ বসু ভবন ও জগদীশ চন্দ্র ভবনে দুটি করে ভোটকেন্দ্র থাকবে। এছাড়া জুবেরী ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হবে।

ভোট গ্রহণ শেষে গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে। এরপর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।

এদিকে একই দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিব মিলনায়তনের সামনে স্থাপিত প্রেস কর্নারের উদ্বোধন করেন। তিনি বলেন, “রাকসু নির্বাচন কেবল ক্যাম্পাসেই সীমাবদ্ধ নয়, দেশের মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা এবং সামগ্রিক পরিবেশ কেমন থাকে, তা সবার নজরে থাকবে। এজন্য সাংবাদিকদের কাজ সহজ করতে প্রেস কর্নারে ইন্টারনেটসহ সব ধরনের প্রয়োজনীয় সুবিধা রাখা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘ সময় পর আয়োজিত এই নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে শিক্ষাঙ্গনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement