ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৩০, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট এলাকায় ঘরে লেপন দিতে গিয়ে সাপের কামড়ে এক রন্জনা রায় (২৭) নামে গৃহবধূর মৃত্যূ হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া  হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মৃত রন্জনা রায়(২৭) ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের সন্জয় রায়ের স্ত্রী এবং ২ সন্তানের জননী।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর)  সকাল ৯ টার দিকে গৃহবধূ রন্জনা রায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাড়িঘর পরিস্কার করে সাদা মাটি দিয়ে ঘর লেপন দিচ্ছিল।

কাজোর এক পর্যায়ে নিজ ঘরের কোনায় গর্ত পরিস্কার করার সময় ডান হাতের আঙ্গুলে সাপ দংশন করে।পরিবারের লোকজন তাৎক্ষনিকভাবে আক্রান্ত গৃহবধূকে পাশের গ্রামে একজন ওঁঝার কাছে নিয়ে যায় এবং ঝাঁড়ফুক করে।

সেখান থেকে বাড়ি ফিরিয়ে আনার পর আক্রান্ত গৃহবধূর শরীরে বিষ ছড়িয়ে পড়লে তাকে দুপুর ১২ টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement