অভিনেত্রী মেঘনার মঞ্চে মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়

অভিনেত্রী মেঘনার মঞ্চে মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ওপার বাংলার ছোটপর্দার পরিচিত মুখ মেঘনা হালদার। বিশেষ করে খলনায়িকার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন।

কলকাতার জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোতে নিয়মিত কাজ করার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা ‘মাচা’তেও তাকে প্রায়ই দেখা যায়।

গত স্বাধীনতা দিবসে এমনই একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তবে সেই মঞ্চে দেওয়া তার কিছু মন্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, মেঘনা রসিকতার ছলে বলেন  “আমরা তো সিরিয়ালে অভিনয় করি, তাই তিন-চারটা বিয়েও করতে পারি। আপনারা যদি ভালো পাত্রের খোঁজ পান তবে জানাবেন। তবে শর্ত আছে একটা বাংলো চাই, সঙ্গে মার্সিডিজ গাড়ি আর পাঁচ কোটি টাকা—ব্যস, এর বাইরে আর কিছু নয়।”

তার এই কথাগুলো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় তোলপাড়। কেউ কেউ হাস্যরস পেলেও বেশিরভাগ দর্শক সমালোচনায় মুখর। এক অনুরাগী লিখেছেন, “মাত্র ৩০০ টাকায় আপনার মতো অভিনেত্রী পাওয়া যায়।” আবার আরেকজনের মন্তব্য “এমন ভরা মঞ্চে এই ধরনের কথা বলতে আপনার বিন্দুমাত্র অস্বস্তি হয়নি?”

যদিও এ নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি মেঘনা হালদার।

এর আগে, ২০২৪ সালে তিনি আলোচনায় এসেছিলেন অন্য কারণে। অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে ‘মি টু’ অভিযোগ আনেন মেঘনা। তার দাবি ছিল বলিউডে কাজ শুরু করার সময়ই তাকে হেনস্তার শিকার হতে হয়েছিল। একবার শুটিংয়ের ফাঁকে রাজপাল যাদব নাকি তার ঊরুতে হাত দেন। কিন্তু চুপ করে না থেকে সপাটে চড় বসান তিনি রাজপালের গালে। সেই ঘটনার স্মৃতি এখনো ভোলা হয়নি তার।

দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করলেও মেঘনার কোনো আক্ষেপ নেই। বরং অভিনয় জগতে যা পেয়েছেন, তা নিয়েই তিনি সন্তুষ্ট। অভিনয়ের বাইরে আরেকটি পরিচয়ও রয়েছে তার তিনি সফল উদ্যোক্তা এবং ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement