রাকসু নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, মোতায়েন ২ হাজার পুলিশ

রাকসু নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, মোতায়েন ২ হাজার পুলিশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:১৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

পুরো নির্বাচন প্রক্রিয়ায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়কে ঘিরে তিনস্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। কমিশনার বলেন, “আমরা ইতোমধ্যে গোয়েন্দা টিম ও ইন্টেলিজেন্স ইউনিটকে সক্রিয় করেছি। কোথায় কী ধরনের পরিস্থিতি হতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের আগের দিন থেকেই পূর্ণ মাত্রায় নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় এলাকা বিশাল হওয়ায় আলাদা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করার পাশাপাশি বাহিরেও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাও পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবে।

অন্যদিকে, রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে ১৭টি ভোটকেন্দ্র ও ৯৯০টি বুথ স্থাপন করা হবে।

তিনি বলেন, “আমরা চেষ্টা করছি ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। তাই বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট শেষে সব ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।”

এবার রাকসু ও সিনেট মিলিয়ে প্রার্থী হয়েছেন ৩০৬ জন, আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬০০ জন প্রার্থী। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন ৪২ জন।

সংশোধিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement