বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং সাবেক মুখপাত্র মেজবাউল হক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। দেশের কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পালন করা অবস্থাতেই মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি গভর্নর ড. আহসান এইচ. মনসুরের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “মেজবাউল হক আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।”

তবে পদত্যাগপত্রে মেজবাউল হক কোনো প্রশাসনিক কারণ নয়, বরং ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। ঠিক কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, দীর্ঘ কর্মজীবনে মেজবাউল হক বাংলাদেশ ব্যাংকের নীতি-নির্ধারণী কার্যক্রমে এবং মুখপাত্র হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যুতে প্রতিষ্ঠানের অবস্থান তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার পদত্যাগ কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে নানা আলোচনার জন্ম দিয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement