যুক্তরাষ্ট্র-বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ় হচ্ছে: মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ় হচ্ছে: মার্কিন দূতাবাস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:১১, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুরুল হক সেনানিবাসে যান। সেখানে তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যৌথ মহড়া ‘প্যাসিফিক অ্যাঞ্জেল-২৫’ সরেজমিন পর্যবেক্ষণ করেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় জানানো হয়, মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত সাত দিনের এই বহুপাক্ষিক মহড়ায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের ৯২ জন সেনা সদস্য ও বাংলাদেশ বিমান বাহিনীর ৯০ জন কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া শ্রীলঙ্কা বিমান বাহিনীর দুইজন চিকিৎসা কর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড এবং আঞ্চলিক সহযোগী অংশীদাররাও এতে যোগ দেন। মহড়ার মূল বিষয়বস্তু ছিল  চিকিৎসা সহায়তা, বিমান নিরাপত্তা, প্রকৌশল কার্যক্রমে সমন্বয় এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ।

বার্তায় আরও বলা হয়, ‘প্যাসিফিক অ্যাঞ্জেল-২৫’ মহড়া যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতির অঙ্গীকারকে নতুন মাত্রা দিয়েছে। ভবিষ্যতে যেকোনো সংকটে দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার সক্ষমতা জোরদার করাই এর প্রধান লক্ষ্য। বাস্তব পরিস্থিতির অনুকরণে সাজানো এ মহড়া কেবল দুর্যোগ মোকাবিলা নয়, বরং অংশীদার দেশগুলোর আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতাকেও সুদৃঢ় করবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement