সিলিন্ডার গুদামে আগুন, চট্টগ্রামে একসাথে দগ্ধ ১০ জন

Published : ১১:২২, ১৭ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের চন্দনাইশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় একটি সিলিন্ডারের গুদামে এ বিস্ফোরণ ঘটে বুধবার ভোরে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন দগ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দগ্ধ ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এতে গুদামে থাকা লোকজন গুরুতর দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
BD/AN