প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী থাকবেন চার রাজনৈতিক নেতা

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী থাকবেন চার রাজনৈতিক নেতা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। এতে অংশ নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারকার সফরে কেবল সরকারি প্রতিনিধিরাই নন, তার সঙ্গে থাকছেন চারজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাও যা এবারের সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তবে রাজনৈতিক নেতাদের বাইরেও সরকারি ও কূটনৈতিক পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে পুরো দল কত বড় হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের হাতেই পরিচালিত হবে। সেই কারণেই রাজনৈতিক নেতাদেরও প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় ভাষণ দেবেন। তার বক্তব্যে জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে গৃহীত রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং গণতন্ত্র পুনর্গঠনের অঙ্গীকার তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

এর পাশাপাশি তিনি বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুও উত্থাপন করবেন যেমন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর চ্যালেঞ্জ, অবৈধ সম্পদ পাচার রোধ, অভিবাসন ও প্রযুক্তি হস্তান্তর, এবং ফিলিস্তিন–ইসরাইল যুদ্ধবিরতি প্রসঙ্গ।

সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন। যদিও অনেক বৈঠকের সময়সূচি শেষ মুহূর্তে পরিবর্তিত হতে পারে বলেও উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনে ড. ইউনূসের দীর্ঘদিনের সুনাম ও পরিচিতির কারণে বিশ্বখ্যাত সংবাদমাধ্যমগুলো তার সাক্ষাৎকার নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য কূটনৈতিক পরিসর আরও বিস্তৃত করার এবং জাতীয় স্বার্থ রক্ষায় নতুন সুযোগ এনে দেবে বলেও মনে করছেন তিনি।

নিরাপত্তার বিষয়েও রয়েছে বিশেষ ব্যবস্থা। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সফরকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নিউইয়র্ক পুলিশ সতর্ক অবস্থায় থাকবে।

প্রসঙ্গত, জাতিসংঘের অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement