মুফতি আমির হামজার ওপর সন্ত্রাসীদের হামলা

Published : ১৫:২১, ৮ অক্টোবর ২০২৫
রাজধানীর জুরাইন এলাকায় রিকশাচালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে এ হামলার ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় স্থানীয় একদল বখাটে সন্ত্রাসী জুরাইন সেতু এলাকায় রিকশাচালকের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা রিকশাচালকের ওপর চড়াও হয়। এ সময় ঘটনাটি প্রত্যক্ষ করে প্রতিবাদে এগিয়ে যান ইসলামী যুব আন্দোলনের নেতা মুফতি আমির হামজা। প্রতিবাদ করায় বখাটে সন্ত্রাসীরা হামজার ওপর অতর্কিতে হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন মুফতি আমির হামজা। তার মাথায় গভীর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
বুধবার (৮ অক্টোবর) ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
নিজের বিবৃতিতে তিনি বলেন, “২৪ আগস্টে ফ্যাসিবাদের পতনের পরও দেশে আবারও নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা চলছে। এখনই তাদের প্রতিহত না করলে তারা সারা দেশকে অস্থিতিশীল করে তুলবে।”
তিনি আরও বলেন, “এ ঘটনাকে আমরা সাধারণ কোনো অপরাধ হিসেবে দেখছি না। এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসের অংশ, যার মাধ্যমে বিশেষ একটি দল পুনরায় ভয়ভীতি ও চাঁদাবাজির রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে। প্রশাসনকে দ্রুত তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইসলামী আন্দোলনের নেতারা দাবি করেছেন, হামলার পেছনে থাকা সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা না হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
বিডি/এএন