চিফ প্রসিকিউটর: সরকার নির্দিষ্ট স্থাপনাকে সাব জেল ঘোষণা করতে পারে

চিফ প্রসিকিউটর: সরকার নির্দিষ্ট স্থাপনাকে সাব জেল ঘোষণা করতে পারে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৪, ১৩ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সরকারের ক্ষমতায় রয়েছে কোনো নির্দিষ্ট স্থানকে সাব জেল বা অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করার বিষয়টি। তিনি জানান, আসামিকে আদালত যেখানে রাখতে বলবে, সরকার সেই জায়গায় তাকে রাখতে পারবে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, কোনো স্থাপনাকে সাব জেল ঘোষণার বা প্রিজন অথরিটির আওতায় আনার সিদ্ধান্ত সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রসিকিউটর পরিষ্কার করেন, তাদের দায়িত্ব হলো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তা কার্যকর করা। আইন অনুযায়ী, কাউকে সরাসরি জেলে নেওয়ার কোনো বিধান নেই। আসামিকে গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে।

তিনি আরও বলেন, আদালত যদি আদেশ দেন, তখন আসামিকে কেন্দ্রীয় কারাগার, জাতীয় সংসদ ভবন, এমপি হোস্টেল বা সরকারের যে কোনো ঘোষিত স্থানে রাখা যেতে পারে। সেই স্থানে রাখা হলে তা বৈধভাবে কারাগার হিসেবে গণ্য হবে। প্রসিকিউটর স্পষ্ট করেন, এই ধরনের সিদ্ধান্ত তদন্ত বা প্রসিকিউশনের দায়িত্ব নয়।

উল্লেখ্য, সরকার রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস বিল্ডিং নম্বর-৫৪’ কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করেছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ প্রজ্ঞাপন কার্যকর হবে।

এর আগে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এর মধ্যে ২৫ জন সেনাবাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা। তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে আছেন। আগামী ২২ অক্টোবর তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement