যতদিন সরকার থাকবে, ততদিন চলবে সংস্কার: আসিফ নজরুল

যতদিন সরকার থাকবে, ততদিন চলবে সংস্কার: আসিফ নজরুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:২১, ১৫ অক্টোবর ২০২৫

নিম্ন আদালতে যত সংস্কারই করা হোক না কেন, উচ্চ আদালতে প্রয়োজনীয় সংস্কার না আনলে বিচারপ্রার্থীরা এর পূর্ণ সুফল পাবেন না—এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ই-বেইলবন্ড প্রবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আইন উপদেষ্টা বলেন, “এখনও সংস্কার কাজ শেষ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যতদিন দায়িত্বে থাকবে, বিচারব্যবস্থার সংস্কার প্রক্রিয়াও ততদিন চলবে। আমরা চাই, এই সংস্কারের সুফল যেন সরাসরি জনগণের কাছে পৌঁছায়।”

তিনি আরও বলেন, “এই সরকার মানবিক সরকার—দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জনগণের ভোগান্তি কমাতে বিচার ব্যবস্থায় ডিজিটাল সেবা চালু করা হচ্ছে। এরই অংশ হিসেবে ‘ই-বেইলবন্ড’ ব্যবস্থা চালু করা হয়েছে, যা আদালতের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করবে।”

ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বিচারপ্রার্থীরা আর আগের মতো দীর্ঘসূত্রতায় ভুগবেন না; অনলাইনে বেইলবন্ড সম্পন্ন হওয়ায় সময়, অর্থ ও শ্রম—সবকিছুই বাঁচবে।

এর আগে অনুষ্ঠানে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে ‘ই-বেইলবন্ড’ প্রবর্তন কার্যক্রমের উদ্বোধন করেন আইন উপদেষ্টা। তিনি জানান, এই উদ্যোগের সফল বাস্তবায়নের পর ধীরে ধীরে সারাদেশে এটি সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জসিমউদ্দীনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ড. আসিফ নজরুল অনুষ্ঠানে আরও উল্লেখ করেন, “বিচারব্যবস্থায় সংস্কার কেবল নিচের স্তরেই সীমাবদ্ধ থাকলে হবে না। উচ্চ আদালতকেও আধুনিকায়ন ও জবাবদিহির আওতায় আনতে হবে। তাহলেই বিচারপ্রার্থীরা সত্যিকারের ন্যায়বিচারের সুফল পাবেন।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement