এনটিএমসি গোপনে রেকর্ড করেছে শেখ হাসিনার ফোনালাপ

এনটিএমসি গোপনে রেকর্ড করেছে শেখ হাসিনার ফোনালাপ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫৩, ১৫ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-কে ব্যবহার করে আগে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিরোধী মতের ব্যক্তিদের ফোনে নজরদারি করা হতো।

পরবর্তীতে সেই সংস্থাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের ফোনালাপ রেকর্ড করে। এই রেকর্ডে উঠে এসেছে জুলাই আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র-জনতাকে দমন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারসহ আইনশৃঙ্খলা বাহিনীতে দেওয়া শেখ হাসিনার নির্দেশনা।

জুলাই আন্দোলনের সময় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস. এম. মাসুদ কামালের সঙ্গে করা ফোনালাপে এসব নির্দেশনার বিষয়টি ধরা পড়ে। ফোনালাপগুলো গোপনে রেকর্ড করেছিল এনটিএমসি।

বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই তথ্য প্রকাশ করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, “শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ফোনালাপগুলো এনটিএমসি থেকে উদ্ধার করা হয়েছে। যারা এনটিএমসিতে নজরদারি দায়িত্বে ছিলেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনকারীদের সার্ভিল্যান্সের আওতায় এনেছিলেন। ফোনালাপগুলো গোপনে রেকর্ড করা হয়েছিল।”

চিফ প্রসিকিউটর আরও বলেন, এফআরডি অনুসন্ধানকারী বিশেষ কর্মকর্তা এসব রেকর্ড এনটিএমসি থেকে সংগ্রহ করেছেন। যেহেতু এগুলো রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক রেকর্ড করা হয়েছে, তাই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের সুযোগ নেই। এছাড়া, ফোনালাপের কণ্ঠস্বর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়েছে।

সিআইডি’র রিপোর্ট অনুযায়ী, ফোনালাপগুলো শেখ হাসিনা, ইনু, তাপস ও মাসুদ কামালের, এবং এগুলো এআই-জেনারেটেড নয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি-ও ফোনালাপগুলো পরীক্ষা করে একই সিদ্ধান্তে পৌঁছেছে।

চিফ প্রসিকিউটর বলেন, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের চিহ্নিত করতে এবং দমন করতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। র‌্যাব ও পুলিশ জানিয়েছে, আন্দোলনের সময় হেলিকপ্টারগুলো ৩৬ বার উড্ডয়ন করেছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুড়িগ্রাম, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর রোডসহ বিভিন্ন এলাকায়।

যুক্তিতর্কে চিফ প্রসিকিউটরকে সহায়তা করেন প্রসিকিউটর গাজী এম. এইচ. তামিম। তিনি বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement