৩ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির সংলাপ

৩ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির সংলাপ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৩৮, ১৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে উভয় পক্ষ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

বুধবার সকালবেলা এই বৈঠক অনুষ্ঠিত হয় নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন-এর বাসভবনে তার প্রাতরাশের আমন্ত্রণে। বৈঠকে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।

এনসিপি’র প্রতিনিধি দলের মধ্যে ছিলেন যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেল উপ-প্রধান আলাউদ্দীন মোহাম্মদ, এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ্।

বৈঠকে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিশেষভাবে আলোচনা করা হয়। রাষ্ট্রদূতগণ বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেন ‘সংস্কার ও জুলাই সনদ’ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে। এছাড়াও, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনের সুষ্ঠু আয়োজন এবং এনসিপির পরিকল্পনা-প্রক্রিয়া নিয়েও উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

উভয় পক্ষই মনে করান, বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এ ক্ষেত্রে উভয় দেশের অংশীদারিত্ব বাড়ানোর প্রয়োজন রয়েছে।

বৈঠক শেষে দু’পক্ষই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচনের স্বচ্ছতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার দিকগুলোতে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা সম্পর্কে একমত হন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement