আমরা হিংসার রাজনীতিকে প্রশ্রয় দিতে চাইনা

Published : ২১:৩০, ১৫ অক্টোবর ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা হিংসার রাজনীতি চাইনা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্ম সকল পেশার মানুষ মিলে মিশে থাকাটাই হচ্ছে বাংলাদেশ।
ভাগাভাগি না করে, বিভাজন সৃষ্টি না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার গঠন করতে দেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নির্বাচনী প্রচারণাযর ২য় দিনে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে সুধী সমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরো বলেন, ৭১'র স্বাধীনতা ভুলে যাওয়ার কোন সুযোগ নেই। কারণ স্বাধীনতার মাধ্যমে আমরা এই দেশকে পেয়েছি। ঠিক একইভাবে ২৪'র গণ অভ্যুত্থান আমরা ভুলবোনা ।কারণ ছাত্রজনতার রক্তের বিনিময়ে স্বেচ্ছাচারী সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
মির্জা ফখরুল বলেন, দেশে অনেক ক্ষতি হয়েছে। আমরা আর সেগুলো দেখতে চাইনা। আমরা সবাই মিলে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সুন্দর পরিবেশে জনগণের ইচ্ছেমতো ভোট দেওয়ার স্বাধীনতা তৈরি করতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এভাবেই জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে হবে।
তিনি বলেন, আমরা নির্বাচিত হলে সর্বপ্রথম আমাদের কাজ হবে বেকারত্ব দূর করা।এজন্য সারাদেশে ১ কোটি কর্মসংস্থানের চেষ্টা করবো। স্বাস্থ্য খাতের উন্নয়ন করে দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। কারিগরী শিক্ষা ব্যবস্থার দিকে বেশি গুরুত্ব দিয়ে বেকারত্ব দূর করাসহ এই দেশকে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তোলায হবে।
পিআর পদ্ধতি নিয়ে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি সম্পর্কে মানুষ এখনো বুঝেনা। অথচ অনেকেই এ পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন হচ্ছে। এগুলোর উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে পেছানো।
মির্জা ফখরুল বলেন, বিভাজন সৃষ্টি না করে, এই দেশটাকে বাঁচান। বিভিন্ন দাবি দাওয়া না করে এই দেশকে রক্ষা করুন। আমরা আর ভাগাভাগি দেখতে চাইনা। সবাই মিলে এক হয়ে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই।
গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল রেদো শাহ্'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিডি/এএন