‘ধুম ৪’-এর মূল কাস্ট থেকে কিয়ারা বাদ

Published : ০০:২০, ১৬ অক্টোবর ২০২৫
বলিউডের চিত্রপটের আলোচিত অভিনেত্রী কিয়ারা আদভানি সম্প্রতি মা হয়েছেন। মাতৃত্বকালীন সময়ের কারণে তিনি কিছুদিন ধরে মিডিয়ার আড়ালে ছিলেন। সেই সময়েই গুঞ্জন শোনা যাচ্ছিল,
দীর্ঘ বিরতির পর তিনি বড় ধামাকা নিয়ে ফিরতে চলেছেন—যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) ‘ধুম ৪’ প্রজেক্টের মাধ্যমে। কিন্তু হঠাৎ করেই আসল খবর প্রকাশ পেয়েছে, কিয়ারাকে এই প্রজেক্ট থেকে সরানো হয়েছে।
এনড্রাভিলাস ডট নেটের প্রতিবেদনের অনুযায়ী, কিয়ারা আদভানি ওয়াইআরএফের বেশ কয়েকটি প্রজেক্টের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ছিলেন, যার মধ্যে ‘ধুম ৪’ অন্যতম। তবে, তাকে প্রকল্পগুলো থেকে সরানোর পেছনে দুটি প্রধান কারণ রয়েছে।
প্রথমত, তার মাতৃত্বকালীন ছুটির কারণে শুটিং প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে।
দ্বিতীয়ত, তার শেষ ওয়াইআরএফ ছবি ‘ওয়ার ২’ ব্যবসায়িকভাবে কিছুটা নিম্নমুখী ফলাফল দেখিয়েছিল, যা প্রোডাকশন হাউসের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে অনলাইনে এই বিষয়টি নিয়ে বিতর্কও চলছে। রেডিটসহ বিভিন্ন ফোরামে অনেকেই মনে করছেন, কিয়ারাকে প্রজেক্ট থেকে বাদ দেওয়ার আসল কারণ মাতৃত্বকালীন ছুটি বা ওয়ার ২-এর পারফরম্যান্স নয়, বরং প্রোডাকশন হাউসের ফ্র্যাঞ্চাইজির রিব্র্যান্ডিং-এর প্রচেষ্টা।
কিছু সংবাদপত্র এবং অনলাইন প্ল্যাটফর্ম কিয়ারার সঙ্গে ওয়াইআরএফের সম্পর্কের এই অবনতিকে তুলনা করেছেন অন্য অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সঙ্গে। দীপিকা মাতৃত্বের পর বড় প্রজেক্টগুলো থেকে বিরতি নিয়েছিলেন, কারণ তিনি চান শুটিংয়ে প্রতিদিন ৮ ঘণ্টার কাজের শিফট, যাতে তার নবজাতক সন্তানের জন্য পর্যাপ্ত সময় রাখতে পারেন।
এই ঘটনার পর কিয়ারার ভক্তদের মধ্যে নেটদুনিয়ায় শোরগোল সৃষ্টি হয়েছে। অনেকেই কিয়ারার জন্য সমর্থন জানাচ্ছেন এবং আশা প্রকাশ করছেন যে, তিনি শীঘ্রই অন্য বড় প্রজেক্টের মাধ্যমে আবার চলচ্চিত্র জগতে ফিরে আসবেন।
বিডি/এএন