রাতে হাসপাতালে ভর্তি হবেন বিএনপি চেয়ারপারসন

রাতে হাসপাতালে ভর্তি হবেন বিএনপি চেয়ারপারসন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৩৯, ১৫ অক্টোবর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের দীর্ঘদিনের শারীরিক অবস্থার নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষার জন্য চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে শায়রুল কবির খান বলেন, “বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে আজ রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পর চিকিৎসক দল পরবর্তী নির্দেশনা দেবে।”

এর আগে খালেদা জিয়া একাধিকবার একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার নিয়মিত চিকিৎসার দায়িত্বে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল, যারা সময় সময় তার শারীরিক অবস্থা মূল্যায়ন করেন এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement