এনআইডি ছাড়া আর কেউ উঠতে পারবে না ট্রেনে

Published : ১১:৪৬, ১৮ অক্টোবর ২০২৫
আগামী ২৪ অক্টোবর থেকে সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনে ভ্রমণের নিয়মে আসছে বড় পরিবর্তন। ওই দিন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া কেউ আর ট্রেনে উঠতে পারবেন না।
অর্থাৎ, অন্যের নামে কেনা টিকিটে আর কেউ যাত্রা করতে পারবে না—এমন নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা টিকিট বাণিজ্য, প্রতারণা ও কালোবাজারি কার্যক্রম বন্ধ হবে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “শুরুতে যাত্রীদের কিছুটা অসুবিধা হতে পারে। তবে এই নিয়ম কার্যকর হলে টিকিট বিক্রিতে স্বচ্ছতা আসবে এবং প্রকৃত যাত্রীরা উপকৃত হবেন। একজনের নামে ইস্যু করা টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে না পারলে কালোবাজারির সুযোগ থাকবে না।”
দীর্ঘদিন ধরেই সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রিতে অনিয়ম ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগ ছিল। সম্প্রতি ঢাকা–সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে ট্রেনে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় অনলাইনে টিকিট পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই টিকিট শেষ হয়ে যায়, যার বড় অংশই কালোবাজারিদের হাতে চলে যায়—এমন অভিযোগ উঠেছে যাত্রীদের কাছ থেকে।
এ পরিস্থিতিতে গত মঙ্গলবার জেলা প্রশাসক আকস্মিকভাবে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং টিকিট বিক্রিতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এছাড়া, জেলা প্রশাসন জানিয়েছে—১৮ অক্টোবরের পর থেকে নগরীর প্রধান সড়ক ও ফুটপাতে হকার বসতে পারবে না, যাতে সাধারণ মানুষের চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত থাকে।
বিডি/এএন