শিক্ষকদের দাবিকে সমর্থন জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

শিক্ষকদের দাবিকে সমর্থন জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫৭, ১৮ অক্টোবর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। তিনি আরও জানিয়েছেন, জনগণের ভোটে যদি বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়,

তবে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জাতীয়করণ সম্পর্কিত বিষয়গুলো উচ্চ পর্যায়ের কমিশন গঠন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকেই তাদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গ উত্থাপন করেছেন। কেউ কেউ আরও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কথা উল্লেখ করেছেন। এছাড়াও শিক্ষকদের সংগঠনের বাইরে কিছু বেসরকারি শিক্ষকদের দাবি রয়েছে। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত।”

তিনি আরও উল্লেখ করেন, “বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, অধিকাংশ সময় শিক্ষকদের অনেক দাবিই পূরণ করা হয়েছিল। তাই আমরা শিক্ষকদের দাবিগুলোর বিষয়ে ওয়াকিবহাল। রাষ্ট্র এবং রাজনীতি সংস্কার কিংবা নাগরিক উন্নয়নের জন্য আমরা যত উদ্যোগই নেই, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা, সম্মান নিশ্চিত না করতে পারলে কাঙ্ক্ষিত সুফল অর্জন সম্ভব হবে না।”

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো, চাকরি স্থায়ীকরণ এবং জাতীয়করণের বিষয়গুলো ইনশাআল্লাহ ইতিবাচকভাবে বিবেচনা করতে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement