শিক্ষক দাবিকে নীতিগতভাবে সমর্থন জানালো বিএনপি

Published : ১৩:২৯, ১৮ অক্টোবর ২০২৫
শিক্ষকদের ন্যায্য দাবিকে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাশাপাশি, দলটি জানিয়েছে, ক্ষমতায় আসলে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা অনুযায়ী পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।
শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে দলের এই অবস্থানের কথা জানানো হয়।
বিবৃতিতে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, “দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। আমাদের প্রতিশ্রুতি হলো—শিক্ষকদের চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং মুক্তিযুদ্ধের চেতনায় তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্র ও জাতির সামগ্রিক উন্নয়নের জন্য শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই নিরাপত্তা ও মর্যাদা না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সাফল্য অর্জন সম্ভব নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জনগণের ভোটে যদি বিএনপি পুনরায় ক্ষমতায় আসে, তবে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনা করে শিক্ষকদের জন্য আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ এবং সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।
বিডি/এএন