আজ ব্যাংক খোলা যে কারণে

Published : ১২:৩৪, ১৮ অক্টোবর ২০২৫
দেশের নির্দিষ্ট কিছু ব্যাংক শাখা হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আগামী শনিবার (১৮ অক্টোবর) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোকে ওইদিন খোলা রাখতে হবে।
এছাড়া বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী ব্যক্তি যতক্ষণ উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত শাখাগুলো খোলা রাখতে হবে। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।
অন্যদিকে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছিল ২৭ জুলাই, যা শেষ হয় ১২ অক্টোবর। পরে সময় বাড়িয়ে ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১২ বছর বা তার বেশি বয়সী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ মুসল্লিরা হজে যেতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন হবে, এমন প্রত্যাশা করছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বিডি/এএন