বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে যুবকের অনশন

Published : ২২:০৯, ২১ অক্টোবর ২০২৫
মানিকগঞ্জে এক নাটকীয় ঘটনায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসির দড়ি হাতে অনশনে বসেছেন প্রেমিক দাবি করা এক যুবক।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামে ঘটে এই ঘটনাটি, যা মুহূর্তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিক রবিউল হাসান রবি (২৮) হরিরামপুর উপজেলার উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে। অপরদিকে, তরুণী কৌড়ি গ্রামের বাসিন্দা। প্রায় তিন মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। পরিবারগুলোর মধ্যেও বিয়ে নিয়ে আলোচনা চলছিল। তবে সম্প্রতি তরুণী রবিউলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে, ক্ষোভে ও হতাশায় রবিউল ফাঁসের দড়ি নিয়ে তার বাড়ির সামনে গিয়ে অনশনে বসে পড়েন।
এ দৃশ্য দেখতে আশপাশের গ্রাম থেকে অসংখ্য মানুষ ভিড় জমায়। অনেকেই ঘটনাটি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা আরও আলোচনার জন্ম দেয়।
তরুণী অভিযোগ করে বলেন, “রবিউলের সঙ্গে আমার শুধু কথাবার্তা হয়েছে, কিছুবার দেখা হয়েছে, এর বাইরে আর কোনো সম্পর্ক নেই। সে আমার মানসম্মান নষ্ট করার চেষ্টা করছে। আমি তাকে বিয়ে করব না। সে মানসিকভাবে অস্বাভাবিক।”
তরুণীর মা পারভীন আক্তারও বিষয়টি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে বলেন, “আমার মেয়ে রাজি নয়, তাই আমি কিছুই করতে পারব না। আমার স্বামী বিদেশে আছেন, এখন বুঝতে পারছি না কীভাবে এই পরিস্থিতি সামলাবো।”
এদিকে, গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, “যদি মেয়ে ও তার পরিবার রাজি না থাকে, তবে জোর করে কিছু করা সম্ভব নয়। আমি পুলিশকে জানিয়েছি— তারা দুই পক্ষের সঙ্গে বসে একটা সমাধান বের করবে বলে আশা করছি।”
ঘটনাটি বর্তমানে স্থানীয় প্রশাসনের নজরে এসেছে, এবং এলাকাবাসী বিষয়টির দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান চায়।
বিডি/এএন