বরগুনার পাথরঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্টাফ নিয়োগ ও পরীক্ষা-নিরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন

বরগুনার পাথরঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্টাফ নিয়োগ ও পরীক্ষা-নিরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩৪, ২১ অক্টোবর ২০২৫

বরগুনা পাথরঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা স্টাফ নিয়োগ এবং সরকারি পরীক্ষা-নিরীক্ষা চালুর দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় পাথরঘাটা গোল চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে দুই শতাধিক স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক বদিউজ্জামাল সাহেদের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয়”-এর সভাপতি মেহেদী শিকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসিবুল্লাহ, ছাত্রশিবিরের সভাপতি হাফেজ রাকিব হাসান, এরফান আহমেদ সোয়েন, মহিউদ্দিন এসমে, শফিকুল ইসলাম খোকন, মুজিবুর রহমান কালু, ইসরাত জাহান শিরিন, সাংবাদিক আমিন সোহেল ও ইমাম হোসেন নাহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা জানান, ডেঙ্গু মহামারীর সময় পাথরঘাটা উপজেলায় প্রায় তিন লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা মাত্র তিনজন ডাক্তারের মাধ্যমে চলেছে। স্থানীয় মানুষ বহুবার প্রতিবাদ করলেও এখনও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য জ্বরের রোগী আসলেও তাদের বরিশাল হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। প্রতিটি অ্যাম্বুলেন্সের সাইলেন্ট মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। বক্তারা মূল সমস্যার কারণ হিসেবে ডাক্তার সংকট এবং ব্যবস্থাপনার অভাবকে তুলে ধরেন।

বক্তারা বরগুনা সিভিল সার্জনের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “আপনি আমাদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করুন, নাহলে সম্মানজনকভাবে পদত্যাগ করুন।” মানববন্ধনে আরও বলা হয়, স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ব্যক্তির মৃত্যুদূর্র্নিধারণের যন্ত্রপাতি পর্যন্ত নেই।

মানববন্ধিতে অংশগ্রহণকারীরা স্পষ্টভাবে জানান, অপ্রশিক্ষিত স্বাস্থ্য কমপ্লেক্স তাদের প্রয়োজন নয়। দ্রুত সমস্যা সমাধান না হলে তারা লংমার্চের মাধ্যমে সচিবালয় ঘেরাও করার মতো পদক্ষেপ নেবেন। বক্তারা আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মান উন্নয়ন এবং যথাযথ ডাক্তার নিয়োগ না হলে এলাকার জনগণ সঠিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত থাকবে। তারা উল্লেখ করেন, দেশের সাধারণ জনগণের করের মাধ্যমে ডাক্তার তৈরি হয়, কিন্তু বিনিময়ে জনগণ কি পাচ্ছে? এই অবস্থা আর সহ্য করা সম্ভব নয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement