ক্লাসিকোর আগে রিয়ালকে খোঁচা দিলেন বার্সা তারকা ইয়ামাল

ক্লাসিকোর আগে রিয়ালকে খোঁচা দিলেন বার্সা তারকা ইয়ামাল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২২, ২৫ অক্টোবর ২০২৫

বার্সেলোনার কিশোর প্রতিভা লামিন ইয়ামাল আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্লাসিকোর মাত্র দুই দিন আগে তিনি রিয়াল মাদ্রিদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন, যা এখন পুরো স্পেনের ফুটবল দুনিয়ায় তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।

ইয়ামালের বক্তব্য, “রিয়াল চুরি করে, আবার অভিযোগও তোলে!” — আর এই এক বাক্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ঝড়।

জেরার্ড পিকের আয়োজিত জনপ্রিয় ‘কিংস লিগ’-এর এক অনুষ্ঠানে মজা করেই এই মন্তব্য করেন ইয়ামাল। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “হ্যাঁ, তারা চুরি করে, অভিযোগ করে, সব কিছু করে…” তখন স্ট্রিমার ইবাই ল্লানোস প্রশ্ন করেন, “মানে, রিয়াল মাদ্রিদ চুরি করে?” ইয়ামাল দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলেন, “আচ্ছা, দেখা যাক…” — আর সেই মুহূর্তের ভিডিও রেকর্ড সময়েই ভাইরাল হয়ে পড়ে।

ইয়ামাল বর্তমানে তাঁর প্রেসিডেন্ট লা কোব্রার নেতৃত্বে ‘লা ক্যাপিটাল সিএফ’-এর হয়ে খেলছেন। এই সপ্তাহে তাদের প্রতিপক্ষ ইবাই ল্লানোসের দল ‘পোরসিনোস’। ম্যাচের আগে রসিকতা করে ইয়ামাল বলেন, “হারার চিন্তা কোরো না।” সঙ্গে সঙ্গে ইবাই পাল্টা জবাব দেন, “আমাকে মনে হয় বার্নাব্যুতে একটা গোল দিতে হবে।” উত্তরে ইয়ামাল বলেন, “আমি তো আগেই দিয়েছি, ভুলে গেছ? শেষবার গিয়েছিলাম, ফল হয়েছিল ০–৪!”

এই কথোপকথনের পর থেকেই স্প্যানিশ ফুটবলভক্তরা দুই শিবিরে বিভক্ত। কেউ বলছেন, “এটাই বার্সেলোনার স্পিরিট,” আবার অনেকে সতর্ক করছেন, “এমন মন্তব্য ক্লাসিকোর আগে রিয়ালকে আরও ক্ষুধার্ত করে তুলবে।”

চোট কাটিয়ে ফেরা ইয়ামাল দারুণ ফর্মে আছেন — চলতি মৌসুমে সাত ম্যাচে তিন গোল ও পাঁচটি অ্যাসিস্ট তাঁর ঝুলিতে। গত মৌসুমে রিয়ালের বিপক্ষেও তিন গোল ও দুই অ্যাসিস্ট করেছিলেন এই তরুণ।

বর্তমানে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ (২৪ পয়েন্ট), দুই পয়েন্ট পেছনে বার্সেলোনা (২২)। রোববার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

এখন প্রশ্ন একটাই— মাঠে ইয়ামাল কি গোল দিয়ে বার্সাকে শীর্ষে তুলবেন, নাকি তাঁর “রিয়াল চুরি করে” মন্তব্যই উল্টো তাঁর দলকে বিপাকে ফেলবে?

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement