জামায়াত নিয়ন্ত্রণ করছে দেশের বিচারপ্রক্রিয়া: তারেক

জামায়াত নিয়ন্ত্রণ করছে দেশের বিচারপ্রক্রিয়া: তারেক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫৯, ২৫ অক্টোবর ২০২৫

দেশের বিচার ব্যবস্থাকে জামায়াতের দখলে বলে কঠোর অভিযোগ তুলেছেন আমজনতার সাধারণ সম্পাদক তারেক রহমান।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণে বিরোধিতা ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি’ শীর্ষক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন,

“আমাদের কাছে তথ্য আছে—এখানে বিচারক জামায়াতের লোক, আসামিপক্ষের আইনজীবী জামায়াতের এবং সরকারপক্ষের আইনজীবীও জামায়াতের। এমন পরিস্থিতিতে কোনো স্বচ্ছ বিচারপ্রক্রিয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের আইনজীবীদেরও সুযোগ দেওয়া উচিত। তারা তাদের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করবে এবং আমরা আমাদের পক্ষ থেকে উপস্থাপন করব। যদি আমরা হারাই না, তবে তাদের জয় হবে। মূল বিষয় হলো আইনের লড়াই হবে সর্বজনীন ও উন্মুক্তভাবে।”

তারেক রহমান আরও অভিযোগ করেন, “চিপায় চিপায় শিশির মনির সাবেক আইজিপি মামুনের কাছ থেকে ১ হাজার কোটি টাকার চুক্তি করে তাকে রাজসাক্ষী বানানো হয়েছে।

এতে একই সঙ্গে তারা নিজেই আইনজীবী, নিজেই বিচারক, নিজেই সরকার পক্ষ এবং নিজেই আসামিপক্ষ। এ ধরনের টালবাহানা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলতে পারে না।”

তারেকের এই বক্তব্য দেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিয়ে নতুনভাবে প্রশ্ন তোলার সম্ভাবনা তৈরি করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement