ইরা শিকদার এবার কন্যা নিয়ে বড় পর্দায় ফিরছেন

ইরা শিকদার এবার কন্যা নিয়ে বড় পর্দায় ফিরছেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৪৫, ২৫ অক্টোবর ২০২৫

সময়ের আলোচিত মডেল - চিত্রনায়িকা ইরা শিকদার আবার প্রেক্ষাগৃহে আসছেন তার ২৪ অক্টোবর। ওইদিন মুক্তি পাবে এই গ্ল্যামারগার্ল অভিনীত 'কন্যা' ছবিটি।

এটি পরিচালনা করেছেন রফিকুল ইসলাম খান। ছবির প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ইরা শিকদার। 

কন্যা ছবিটি মুক্তির আগে ইরা শিকদারের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। এই ছবিতে তার অভিনীত চরিত্রটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ছবিতে আমার চরিত্রের নাম রেখা।

দরিদ্র পরিবারে জন্ম নেওয়া রেখা একজন সাহসী নারী। ছোট বেলায় বাবা মারা যাওয়ার পর ছোট ভাই - বোনকে মানুষ করার জন্য রেখা মাটি কাটার শ্রমিকের কাজ করে।

ভাই - বোনদের পড়াশোনার খরচ এবং অসুস্থ মায়ের ওষুধের যোগান দিতে রেখা এক সময় ক্লিনিকের ক্লিনারের কাজও নেয়। সংগ্রামী জীবনে অনেক পরিশ্রম করে ভাই - বোনদের মানুষ করে রেখা। অতঃপর কাহিনীর মোড় নেয় অন্যদিকে। 

আমি কন্যা ছবির কন্যা নাম ভূমিকায় অসাধারণ একটি চরিত্রে সুযোগ পেয়েছি - রেখা চরিত্রটি নিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন ইরা শিকদার।

এই জন্যে তিনি ছবির পরিচালক রফিকুল ইসলাম খানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রফিক এমন অসাধারণ চরিত্রে আমার ওপর যে আস্থা রেখেছিলেন, আমি সেটা পূরণের শতভাগ চেষ্টা করেছি।

সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার পর আমার দর্শক - ভক্তরা বুঝতে পারবেন সত্যিকারের রেখা হয়ে ওঠতে গিয়ে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে। ছবিটি দর্শক - ভক্তদের মন জয় করতে পারলে অভিনেত্রী হিসেবে আমার শ্রম - মেধা - প্রতিভার মূল্যায়ন হবে বলে মনে করছি। 

ইরা শিকদার জানান, কন্যা'র আগে তার অভিনীত পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। প্রথম ছবিটি ছিল অপুর্ব রানা পরিচালিত পুড়ে যায় মন, এরপর মিলন সেতু, বেগমজান, টোকাই ও  ময়নার শেষ কথা ছবিগুলো মুক্তি পায়।

সম্প্রতি সেন্সর হয়েছে তার অভিনীত এম কে জামান পরিচালিত  অন্তরে আছো তুমি ছবিটি। খুব শীঘ্রি সেন্সরে জমা দেয়া হবে আনোয়ার শিকদার পরিচালিত ভালোবাসি তোমায়,  লগআউট নামের ছবি দু'টি।

আর  বর্তমান শুটিং চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসে সাদেক সিদিক্কী পরিচালিত সরকারি অনুদানের ছবি দেনা পাওনা এবং বন্ধু তুই আমার ছবি দু'টির।

চলচ্চিত্র ছাড়াও ইরা অভিনীত অর্ধ শতাধিক নাটক বিভিন্ন টিভি চ্যানেল প্রচার হয়েছে। তিনটি বিজ্ঞাপনচিৎসহ ২০ টির মতো মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন এই সুন্দরী তরুণী।

কন্যা ছবিতে ইরা শিকদারের নায়ক চরিত্রে অভিনয় করেছেন নবাগত হারুন শেখ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মারুফ আকিব, অভি, আরিয়ান, এলিন, কাজী হায়াৎ, রেবেকা, নিশো, শামীম সরকার, নাজনীন হিরা, রাশেদ মোর্শেদ, সোহানা নদী, বাবুল আহমেদ, মিথিলা মৌ। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন সুমন শেখ।

গান গেয়েছেন প্রয়াত অ্যান্ড্রু কিশোর, মিতা মল্লিক, অনামিকা, মুক্তি, কলি সরকার, মিতালী মল্লিক। পরিচালক রফিকুল ইসলাম খানের কথা ও সুরে গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন আলমগীর হোসেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement