ধর্মের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান জিন্নাহ কবিরের
Published : ০১:১৬, ২৫ অক্টোবর ২০২৫
দেশের সহজ-সরল ধর্মপ্রাণ মানুষকে বেহেশতের লোভ দেখিয়ে রাজনৈতিকভাবে প্রভাবিত করার অভিযোগ তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এ. জিন্নাহ কবির।
তিনি বলেন, “মাথায় ঘোমটা, হাতে তসবী, মুখে ধর্মের বুলি—এই ভান ধরে একদল মানুষ এখন বাড়ি বাড়ি গিয়ে তরুণ সমাজকে প্রলোভন দেখাচ্ছে, বিভ্রান্ত করছে।
এরা আসলে ধর্মের ব্যবসা করছে। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে ধর্মের নামে প্রতারণা চালিয়ে এসেছে, কিন্তু এখন জনগণ আর সেই ফাঁদে পা দেবে না। সবাইকে তাই সতর্ক থাকতে হবে।”
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাবলিক লাইব্রেরি মাঠে তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ নিয়ে আয়োজিত প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিন্নাহ কবির আরও বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে কৃষকদের ভাগ্য পরিবর্তনের বাস্তবধর্মী পরিকল্পনা রয়েছে।
কৃষক যেন সারা বছর ন্যায্য দামে সার, বীজ ও কীটনাশক পেতে পারেন—এ জন্য প্রতিটি কৃষক পরিবারকে দেওয়া হবে ‘ফ্যামিলি কার্ড’।
এর মাধ্যমে তারা কৃষি উৎপাদনের প্রয়োজনীয় সব পণ্য সুলভ মূল্যে কিনতে পারবেন। কৃষক যেন উৎপাদিত ফসলের সঠিক দাম পান, বিএনপি সরকারে গেলে তা নিশ্চিত করা হবে।”
তিনি আরও জানান, “আমাদের নেতা তারেক রহমান আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, জনগণের পাশে থাকতে, তাদের শান্ত রাখতে এবং ধানের শীষের বিজয়ের জন্য নিরলস কাজ করতে। তিনি নিজেই ফোনে পরামর্শ দিয়েছেন নির্বাচনী এলাকার উন্নয়ন ও সংগঠন শক্তিশালী করার বিষয়ে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক এবং পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী খান। উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা আসিফ ইকবাল রনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি/এএন

































