রাজশাহীতে নার্সকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার
Published : ১৭:১০, ২৭ অক্টোবর ২০২৫
রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগ এনে মামলা হয়েছে; অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানায় রাজশাহী মহানগর রাজপাড়া থানা।
গ্রেপ্তারকৃত ডাক্তারটির নাম আহসান হাবীব। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সীমন্তপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে এবং রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ের আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। থানার ওসি (তদন্ত) আব্দুল আলীম সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আরটিভি নিউজকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
এজাহার সূত্রে জানা যায়, দুই বছর আগে ফেসবুকে পরিচয় হওয়ার পর ওই চিকিৎসকের সঙ্গে ভুক্তভোগী নার্সের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন ভুক্তভোগী ঢাকা শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছু সময় চলার পর প্রায় ছয় মাস আগে চিকিৎসক বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে রাজশাহীতে ফিরিয়ে আনেন। সেই সময় থেকে বিভিন্ন সময়ে চারপাশে শারীরিক সম্পর্ক হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশি তথ্য অনুযায়ী, সর্বশেষ ঘটনার সময়—গত ৯ অক্টোবর রাতে—আল আরাফা ক্লিনিকেই ভুক্তভোগী নার্সকে ধর্ষণ করা হয়। পরে অভিযুক্ত চিকিৎসক তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত ওই চিকিৎসক ৬ অক্টোবর পারিবারিকভাবে অন্য এক নারীর সঙ্গে বিয়ে করেন, যার কথা ভুক্তভোগীকে না জানানো হয়েছিল। পরবর্তীতে ক্লিনিকে জাতীয় বিষয়ে জানতে এসে ভুক্তভোগী চিকিৎসকের সঙ্গে দেখা করতে গেলে পুনরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগী নার্স ২৩ অক্টোবর রমনা থানায় বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেন। ক্লিনিকের পরিচালক ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক ডিজাগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনার দায়িত্বরতদের শাস্তির দাবি তিনি তুলেছেন।
রাজপাড়া থানারওসি (তদন্ত) আব্দুল আলীম জানান, ধর্ষণ মামলা রেকর্ডকৃত হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এখন তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে—তিনি জানান।
বিডি/এএন































