এনপলি বাংলাদেশের পাইপ ও ফিটিংস উৎপাদনে অগ্রদূত হিসেবে স্বীকৃত

এনপলি বাংলাদেশের পাইপ ও ফিটিংস উৎপাদনে অগ্রদূত হিসেবে স্বীকৃত ছবি: বিজনেস ডেইলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৭, ২৭ অক্টোবর ২০২৫

বাংলাদেশের প্লাস্টিক ও পাইপ শিল্পে দীর্ঘদিনের পথপ্রদর্শক ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি (এনপলি) দেশের পাইপ ও ফিটিংস উৎপাদনে অগ্রণী ভূমিকার জন্য স্বীকৃতি স্বরুপ অর্জন করেছে ডিজিটাল মিডিয়া ফোরাম এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫।

২৫ অক্টোবর ঢাকায় আয়োজিত এক আড়ম্বর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা প্রদান করা হয়।

এই পুরস্কারটি এনপলির দীর্ঘদিনের প্রতিশ্রুতি ও অবদানের স্বীকৃতি বহন করে, যেখানে প্রতিষ্ঠানটি উচ্চমানের uPVC, CPVC, Class, Thread, Electric Conduit ও HDPE পাইপ ও ফিটিংস উৎপাদনের পাশাপাশি বাংলাদেশের অবকাঠামো, স্যানিটেশন ও নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

১৯৮৭ সালে যাত্রা শুরু করে এনপলি ক্রমগত দেশ ও দেশের বাহিরে গুণমান, উদ্ভাবন ও নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে সুনাম অর্জন করে আসছে। প্রতিষ্ঠানটি ২০২১ সালে শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড-এর বৃহৎ শিল্প (প্লাস্টিক) ক্যাটাগরিতে প্রথম পুরস্কার লাভ করে।

এনপলির হেড অব মার্কেটিং জনাব রাকিব আহমেদ বলেন, “এই খাতে অগ্রদূত হওয়া শুধু একটি উপাধি নয়, এটি উৎকর্ষের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের দ্রুত অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ, টেকসই ও দীর্ঘস্থায়ী ইউপিভিসি পাইপ ও ফিটিংস পণ্যের সমাধান প্রদান করা।”

এনপলির পণ্য বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন ও শিল্প খাতে ব্যবহৃত হচ্ছে, যা উন্নত পানি ব্যবস্থাপনা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখছে।

পরিবর্তনশীল চাহিদার বিষয় চিন্তা করে প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া ও গবেষণাভিত্তিক উদ্ভাবনে নিয়মিত বিনিয়োগ করে যাচ্ছে।

বিস্তৃত ডিস্ট্রিবিউশন সিস্টেম ও আস্থাশীল ব্র্যান্ড ইমেজের মাধ্যমে এনপলি আজ বাংলাদেশের পাইপ ও ফিটিংস শিল্পে অগ্রগামী অবস্থান ধরে রেখেছে - নির্ভরতা ও অগ্রগতির প্রতীক হিসেবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement