ট্রাম্প দাবি, ২০২০ নির্বাচনে কারচুপির তদন্ত হওয়া উচিত

ট্রাম্প দাবি, ২০২০ নির্বাচনে কারচুপির তদন্ত হওয়া উচিত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৬, ২৭ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে আবারও উত্তেজনা তৈরি করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি অভিযোগ তুলেছেন, ওই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং দেশটির বিচার বিভাগকে এই বিষয়ে তদন্তে নামার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প দাবি করেছেন, নির্বাচনটি “কারচুপি করে চুরি করা হয়েছিল” এবং এটি আমেরিকার ইতিহাসের অন্যতম বড় কেলেঙ্কারি।

পাঁচ বছর আগে অনুষ্ঠিত ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়েছিলেন। সোমবার (২৭ অক্টোবর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য প্রকাশ করেছে।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, “কারচুপি করে তাস খেলা এনবিএ খেলোয়াড়দের চেয়েও খারাপ হচ্ছে নির্বাচনে ডেমোক্র্যাটদের কারচুপি! ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল কারচুপিপূর্ণ ও চুরি করা—এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি।”

তিনি আরও লেখেন, “আমাদের দেশকে দেখুন, একজন দুর্নীতিগ্রস্ত বোকা প্রেসিডেন্ট হওয়ার পর দেশের অবস্থা কিরকম হয়েছে! এখন সবই পরিষ্কার।”

এরপরই ট্রাম্প সর্বোচ্চ উৎসাহে আমেরিকার ইতিহাসের এই বড় কেলেঙ্কারিকে খতিয়ে দেখতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, “যদি সঠিক তদন্ত না হয়, তাহলে এমন ঘটনা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে আবারও ঘটতে পারে।”

এছাড়া ট্রাম্প আবারও আগাম ভোটের বিরোধিতা করেন এবং ভোটার পরিচয়পত্র আইনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এটি নির্বাচনকে নিরাপদ ও স্বচ্ছ রাখতে গুরুত্বপূর্ণ।

তিনি ক্যালিফোর্নিয়ার ব্যালট নীতি নিয়েও সমালোচনা করেছেন এবং দাবি করেছেন, “লাখ লাখ ব্যালট পাঠানো হচ্ছে।” পোস্টের শেষে তিনি রিপাবলিকানদের উদ্দেশে সতর্ক বার্তা দিয়েছেন, “বুদ্ধি খাটাও, রিপাবলিকানরা, খুব বেশি দেরি হওয়ার আগেই।”

এই মন্তব্য ও আহ্বান পুনরায় আলোচনার জন্ম দিয়েছে এবং রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়িয়েছে, বিশেষ করে আগামী ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে।

ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকেই নির্বাচনী সতর্কতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে বিতর্কিত ও বিভাজক হিসেবে মূল্যায়ন করছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement