টানা বৃদ্ধির পর স্বর্ণের দামে আবারও কমলো
Published : ২১:৩৬, ২৭ অক্টোবর ২০২৫
দেশের বাজারে আবারও কমছে সোনার দাম। নতুন দামে ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।
সোমবার (২৭ অক্টোবর) রাতে বাজুস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্যহ্রাসের তথ্য জানায়। নতুন দাম মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে।
সংগঠনটি জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম সম্প্রতি কিছুটা কমেছে। সে অনুযায়ী বাজারের ভারসাম্য বজায় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ বিবেচনায় নতুন দামের এই সমন্বয় করা হয়েছে।
এর ফলে টানা কয়েক দফা বাড়ার পর আবারও কমলো দেশের স্বর্ণের বাজারমূল্য। বাজুস জানায়, বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, ভবিষ্যতে প্রয়োজনে আবারও দাম সমন্বয় করা হবে।
বিডি/এএন

































