প্রথম টি–টোয়েন্টিতে বাজেভাবে হারলো বাংলাদেশ
Published : ২৩:১৪, ২৭ অক্টোবর ২০২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের পারফরম্যান্স হতাশাজনকভাবে শেষ হলো। শুরুতে বোলিংয়ে তাসকিন ও সাকিবের দাপট খেলে দলের ভরসা জোগালো, কিন্তু শেষ দিকে তারা মন খুলে রান খরচ করলে প্রতিপক্ষকে সুবিধা দেয়।
ব্যাটিংতেও স্বাগতিকরা হতাশ করেছে, বিশেষ করে শামীম পাটোয়ারী দলের বিপদের সময় দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট হারিয়েছেন। ফলে সহজ জয় পাওয়া ম্যাচে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ, এবং সিরিজের প্রথম ম্যাচে এগিয়ে গেছে ক্যারিবিয়ানরা।
ম্যাচ শেষে অধিনায়ক লিটন কুমার দাস শামীমের ব্যাটিং নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “পাওয়ারপ্লেতে আমরা খুব বেশি উইকেট হারিয়েছি। শামীম যেভাবে ব্যাট করেছে, তাতে আমি খুব হতাশ। সবসময় ক্রিজে এসে মারলেই হবে না, দায়িত্ব নিতে হয়, এবং সেটা কখনও কখনও অপরিহার্য।”
প্রতিপক্ষের ব্যাটিং প্রসঙ্গে লিটন উল্লেখ করেন, “প্রথম ১০ ওভার তারা দারুণ ব্যাট করেছে। উইকেট ধীরগতির থাকায় দ্রুত উইকেট তুলে নিতে পারলে তারা চাপে পড়ে যেত। ১৯তম ওভারের আগ পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম।”
তিনি আরও যোগ করেন, “রভম্যানের ব্যাটিং যেমন হলো, ক্রিকেটে এমনই ঘটে। আমাদের স্লগ ওভারগুলোতে আরও ভালো করতে হবে। পরের ম্যাচে এ বিষয় মাথায় রাখতে হবে। এছাড়া শেষ ওভার ছাড়া বাকি সময়ে আমরা ভালো বল করেছি। কিন্তু আমাদের ক্যাচগুলো ধরতে হবে; তাদের দারুণ কিছু ক্যাচ ধরেছে।”
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টিতে ১৬৬ রানে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায়। জবাব দিতে নেমে বাংলাদেশ ২ বল হাতে থাকতে ১৪৯ রানে অলআউট হয়। এই ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্যারিবিয়ানরা।
বিডি/এএন


































