বাসে ছিনতাই করতে গিয়ে ধরা, সহকারীকে ছুরিকাঘাত করে ধরা পড়ল আকবর
Published : ২১:৫৮, ২৭ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের বন্দর থানার কাস্টম মোড়ে এক সিটি সার্ভিস বাসে ঘটে গেছে এক সিনেমার মতো ঘটনা। যাত্রী বেশে উঠে মুঠোফোন ছিনতাই করতে গিয়ে ধরা পড়েন এক যুবক।
এরপর ধরা পড়ার পর পালাতে চেয়ে ছুরি বের করে চালকের সহকারীকে আঘাত করেন তিনি। কিন্তু পালাতে পারেননি—চালক বুদ্ধি করে বাসটি সরাসরি চালিয়ে নিয়ে যান থানায়, যেখানে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে ওই ছিনতাইকারীকে।
ঘটনাটি ঘটেছে রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরের কাস্টমস মোড় এলাকায়। গ্রেপ্তারকৃত যুবকের নাম আকবর হোসেন (২৪)। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও তিন সহযোগী জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যান। সোমবার (২৮ অক্টোবর) এ ঘটনায় চট্টগ্রাম বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
বাসের এক যাত্রী, আরিফ হোসেন, জানান—তিনি সিটি সার্ভিসের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন এবং কানে হেডফোন দিয়ে ইউটিউব দেখছিলেন। হঠাৎ পাশের আসনে থাকা এক যাত্রী তাঁর ফোনটি ছিনিয়ে নেয়। তখন বাসের দরজা বন্ধ করে সবাইকে মুঠোফোন দেখাতে বলা হয়। এই সময় আকবর নিজের বাঁচানোর চেষ্টা করে এক যাত্রীর হাতে ফোন ফেলে নেমে যেতে চায়। বাধা পেয়ে ক্ষিপ্ত হয়ে চালকের সহকারীকে ছুরিকাঘাত করেন তিনি। এরপর আকবরের তিন সহযোগী জানালা দিয়ে পালিয়ে গেলেও চালক সাহসিকতা দেখিয়ে বাস থামাননি, বরং সরাসরি থানার সামনে গিয়ে থামান।
চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “ঘটনার পরপরই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। পলাতক বাকি তিন সহযোগীকে ধরতে অভিযান চলছে।”
পুলিশ জানায়, অভিযুক্ত আকবরের বিরুদ্ধে আগে থেকেও একাধিক অভিযোগ রয়েছে। চালক ও সহকারীর উপস্থিত বুদ্ধি এবং যাত্রীদের সহযোগিতায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
বিডি/এএন

































