নওগাঁর রাণীনগর উপজেলার দুর্গাপুর খানপাড়া গ্রামে মোকাদ্দেস হোসেন খান সঞ্চয় নামে এক যুবককে ভয়ঙ্কর হুমকি চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৫ তারিখ ৫০ হাজার টাকা না দিলে রাজু নামে পূর্বে নিহত এক যুবকের মতো তারও মৃত্যু ঘটতে পারে। চিঠিতে আরও বলা হয়, ‘আমাদের হাতে সময় নেই, তাই ভুল যেন না হয়। টাকা একটি ব্যাগে করে বাড়ির গেটের সিঁড়ির পূর্ব দিকে রাখতে হবে; রাত ২–৩টার দিকে আমরা তা সংগ্রহ করব।’
ঘটনাটি বুধবার ভোরে সঞ্চয়ের বাড়ির বারান্দা থেকে উদ্ধার করা হয়। সঞ্চয় জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে তিনি চিঠিটি বারান্দায় দেখেন। স্থানীয় দু’জনকে বিষয়টি জানানোর পর পুলিশকে জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ ২০০৫ সালে একই এলাকায় রাজু নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারা আশা করছেন, এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
রাণীনগর থানার কর্মকর্তা ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, পুলিশ ঘটনাস্থলে তদন্তে গিয়েছে এবং বিষয়টি নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
				 
						
 
											 
											 
											 
											


























