চট্টগ্রামের সীতাকুণ্ডে এক তরুণ ফুটবল খেলোয়াড়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। খেলার মাঠেই প্রাণ হারিয়েছেন শাকিব (১৯) নামের ওই তরুণ।
শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের নাড়ালিয়া এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহত শাকিব ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয়রা জানান, সকালে সহপাঠীদের সঙ্গে নাড়ালিয়ার মাঠে ফুটবল খেলতে গিয়েছিলেন শাকিব। খেলার একপর্যায়ে হঠাৎই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সহপাঠীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাকিবের চাচা মো. আলমগীর জানান, প্রচণ্ড রোদের মধ্যে খেলতে খেলতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শাকিব। পড়ে যাওয়ার আগে সে বন্ধুদের কাছে পানি চেয়েছিল এবং পরে তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। পরিবারের ধারণা, তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ন্যান্সিনা বলেন, শাকিবকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
অকালমৃত্যুতে শাকিবের পরিবার, বন্ধু ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।





























