নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বালুবাহী ট্রাক মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এসময় ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান এবং আরও দুইজন গুরুতর আহত হন।
নিহতদের মধ্যে ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার বাসিন্দা আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোণা সদর উপজেলার আসদআটি গ্রামের শহিদ মিয়া (৪২) রয়েছেন। আহতদের মধ্যে শহিদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০) আছেন, যিনি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার ইনচার্জ মো. শহিদ মিয়া জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অন্ধকারে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল বলে চালক তা দেখতে পাননি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা বলেন, ওই এলাকায় রাস্তার পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিরাপত্তা চিহ্ন স্থাপনের দাবি জানান।

 
				 
						
 
											 
											 
											 
											



























